আপনি যদি এসইও তে নতুন হন তবে এই বিষয়টি অবশ্যই জানা প্রয়োজন ?? এসইও একটি
সময় সাপেক্ষ কাজ। এর জন্য প্রয়োজন ধৈর্য্য। অন্যান্য কাজ যেমন ওয়েবডিজাইন,
সফটওয়্যার ডেভেলপমেন্টের মত এসইও নয়। এসইও এর ক্ষেত্রে প্রতিনিয়ত ধাপগুলো
পরিবর্তন হয়। গুগল র্যাংকিং ফ্যাক্টরগুলো পরিবর্তিত হয়। আর সময়ের সাথে
আপনার সাইটকেও এসইও এর সাথে পরিবর্তন করতে হবে। এক কথায় বলতে গেলে,
প্রতিনিয়ত নিয়ত মার্কেটিং এর নতুন নতুন কৌশল আসছে। আপনাকে সময়ের সাথে তাল
মিলিয়ে সেই সকল কৌশল অবলম্বন করতে হবে।
এসইও পরিকল্পনা আপনার সাইটকে কোন কোন কিওয়ার্ডে সার্চ
ইঞ্জিনে র্যাংকিং এ নিয়ে আসবেন সেই বিষয়ে পরিকল্পনা করতেই সবচেয়ে বেশী সময়
প্রয়োজন। শুধু তাই নয়, এসইও এর ক্ষেত্রে আপনার প্রতিযোগী কারা, তারা কি কি
স্ট্রাটেজি অনুসরণ করেছে তা ও আপনাকে অনুসরণ করতে হবে।
অনপেজ এসইও: সাইট ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন
কন্টেন্ট লিখা, সিকিউরিটি, টাইটেল সবকিছুর জন্য আপনাকে সময় দিতে হবে।
প্রাথমিক ভাবে চেক করার পর প্রতি সাপ্তাহে একটি নিদির্ষ্ট সময় বরাদ্ধ রাখতে
হবে অনপেজে এসইও চেক করার জন্য।
কন্টেন্ট : নিয়মিত আপডেট না করলে গুগল আপনার সাইটকে র্যাংকিং এ পিছনে নিয়ে যাবে। তাই কন্টেন্ট আপডেট দিতে হবে নিয়মিত।
অফপেজ এসইও
অনপেজের মত নিয়মিত অফপেজ এসইও করে যেতে হয়। এখানে রয়েছে অনেক ফ্যাক্টর যেমন লোকাল সাইট অপটিমাইজেশন, ফোরাম টিউনিং, ব্লগ টিউমেন্টিং ইত্যাদির জন্য সময় বরাদ্ধ করতে হবে।
অনপেজের মত নিয়মিত অফপেজ এসইও করে যেতে হয়। এখানে রয়েছে অনেক ফ্যাক্টর যেমন লোকাল সাইট অপটিমাইজেশন, ফোরাম টিউনিং, ব্লগ টিউমেন্টিং ইত্যাদির জন্য সময় বরাদ্ধ করতে হবে।
পর্যবেক্ষন ও পরিমাপ
আপনার গৃহীত এসইও এর সফলতা কতটুকু, কৌশল কতটুকু কাজ করছে তাও নিদির্ষ্ট সময় পর পর পর্যবেক্ষন করতে হবে।
আপনার গৃহীত এসইও এর সফলতা কতটুকু, কৌশল কতটুকু কাজ করছে তাও নিদির্ষ্ট সময় পর পর পর্যবেক্ষন করতে হবে।
Post a Comment