0
সারা বিশ্বে টুইটার এখন জনপ্রিয় তুমুল অথচ আমাদের দেশে এখনো মোট ইউজার বড়জোর ১ লাখ। (প্রায়)

এন্ড্রুয়েড ফোনে ফেসবুক ব্যবহার করেন অথচ টুইটার ব্যবহার করেন না...!! কেন?

-বুঝিনা বাপু। ঝামেলা লাগে!
আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। দেখুন তো তারপর পারেন কিনা?

যদি আগে আইডি না থাকে তাহলে প্রথমে http://www.twitter.com বা প্লে স্টোর থেকে টুইটার এ্যপস ডাউনলোড করে নিন। এরপর টুইটারে ঢুকে আইডি খুলে নিন। এখন ইমেইলের পাশাপাশি মোবাইল নাম্বার দিয়েওে একাউন্ট খোলা যায়।

আচ্ছা ফেসবুক ব্যবহার তো বোঝেন?
-হা বুঝি। এটা তো কোলের বাচ্চাও বোঝে!

বেশ। তাহলে তো আপনি ভাল বুঝবেন। ফেসবুকের হোমপজে = টুইটারের টাইমলাইন, ফেসবুকের স্ট্যাটাস = টুইটারে Tweet, ফেসবুকের লাইক = টুইটারে Like/ ফেভারিট, ফেসবুকের টিউমেন্ট = টুইটারের Reply, ফেসবুকের শেয়ার = টুইটারে Retweet. ফেসবুকের এ্যড ফ্রেন্ড = টুইটারে ফলো।

জিনিস একই কিন্তু নাম আলাদা। তবে টুইটে লিখতে পারবেন ১৪০ অক্ষরে মধ্যে।

-কাদেরকে ফলো করবো?

নো টেনশন! বারাক ওবামা থেকে শুরু বাকের ভাই পযন্ত টুইটারে অছে ফলো করবার জন্য। হাজার লক্ষ দেশী বিদেশী বন্ধু পাবেন। এছাড়াও তারকাদরে সরাসর মেনসন করে কথা বলতে পারবেন। যদি দেশী বাংঙ্গালী বন্ধু চান তাহলে যে কোনো বাংঙ্গালীর আইডিতে ঢুকে তার following, followers চেক করুন।  যাদের পছন্দ হবে তাদের আইডির ফলো বাটনে ক্লিক করুন।

টুইটারের টাইমলাইনে অন্যদের টু্ইটের রিপ্লে করুন, তারাই অপনাকে ফলোব্যাক করবে।

-চ্যাট করতে পারবো না? মেসেজ?
পারবেন। এটাকে বলা হয় DM / Direct message. উভয়ে পরষ্পরকে ফলো করলে চ্যাট করতে পারবেন। নিজের প্রফাইলে সুন্দর এটা ই্‌উনিক নাম+ dp/ প্রফাইল পিকচার দিন, নিজের সর্ম্পকে bio দিন, নিজের ওয়েবসাইটও যোগ করতে পারেন। এরপর টুইট শুরু করুন ...

Twitter এর ভুবনে আপনাকে স্বাগতম

Post a Comment

 
Top