অনেক হল একটা একটা করে ভিডিও ডাঊনলোড, পুরো Playlist Download করুন এক ক্লিক দিয়ে।
YouTube থেকে সব থেকে সহজ পদ্ধতিতে ভিডিও ডাঊনলোড করুন।
YouTube নিয়ে কিছু বলার নেই আমরা সবাই জানি এটা আমাদের কাছে কতটা দরকারি।
আমাদেরকে প্রায়ই YouTube সাইটে যেতে হয় নানা কারনে। প্রায় সব কিছুই এখানে
থাকে যেমন Music, Video, News, Tutorials, Information, Review etc.
YouTube নিয়ে বলার কোন শেষ নেই, তাই আগে বাড়া যাক।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে আমরা নানা রকম পদ্ধতি ব্যবহার করি, কত
সফটওয়্যার আছে, নানা রকম টিপস, Firefox Add ons, Chrome Add ons ইত্যাদি,
সব পদ্ধতিতে আমরা হয়তো সফল হই একটা একটা ভিডিও ডাউনলোড করতে, কিন্তু যদি
মনে করুন আপনার পুরো Play List টা দরকার হয় তখন কি করবেন, সারাদিন বসে বসে
একটা একটা করে ভিডিও ডাউনলোড করবেন? অনেক সময় ব্যায় হবে, ডাউনলোড হবে
কিন্তু অনেক টা সময় নষ্ট হবে। আপনি বলতে পারেন YouTube Downloader use করে
ডাউনলোড করে নেবেন, টা হয় ঠিক, কিন্তু সফটওয়্যার টা ফ্রি নয় কিনতে হয়,
Serial Key ব্যবহার করতে হয়, তাও নেটে ধরা পরে যায়।
চলুন শুরু করা যাক
আমার এই পদ্ধতিতে দুটো জিনিস লাগবে
১. Internet Download Manager
২. ওয়েব সাইটঃ http://www.youtubemultidownloader.com
প্রথমে ওয়েব সাইট টা তে যান, তারপর যে Play list টা ডাউনলোড করবেন তার এড্রেস কপি করুন, ওয়েব সাইট টাতে Play list বলে একটা Option আছে, ওখানে এড্রেস টা Paste করুন।
একটা Text Generate হবে, পুরোটা কপি করে নিন এবং Notepad e save করুন
তারপর IDM open করে, Text file টা Import করুন,
ব্যাস আপনার কাজ শেষ। ডাউনলোড শুরু হয়ে যাবে পুরো Play List
আশা করি কাজে লাগবে
Post a Comment